১৯/০৬/২০২৫, ০:১৪ পূর্বাহ্ণ
26.1 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:১৪ পূর্বাহ্ণ

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ৩ সন্তানসহ নারীর মৃত্যু

ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দিল্লি ও এর আশপাশের এলাকা। দিল্লির দ্বারকায় প্রবল বাতাসে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে এক নারী এবং তার তিন সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও হতাহতের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার (২ মে) সকালে ২শ’র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ এবং জয়পুরে ডাইভার্ট করা হয়েছে। জয়পুরে ডাইভার্ট করা বিমানগুলোর মধ্যে একটি ব্যাঙ্গালোর-দিল্লি এবং আরেকটি পুনে-দিল্লি ফ্লাইট ছিল।

জানা যায়, তীব্র বাতাসের কারণে তারের ওপর গাছ পড়ার কারণে প্রায় ১৫ থেকে ২০টি ট্রেনও বিলম্বিত হয়েছে।
দিল্লির অনেক জায়গায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। ভারি বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে দ্বারকা, খানপুর, সাউথ এক্সটেনশন রিং রোড, মিন্টো রোড, লাজপত নগর এবং মতিবাগের মতো এলাকার রাস্তাঘাট।

প্রবল বাতাসের কারণে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। তবে সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ শনিবার (৩ মে) পর্যন্ত দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। ভারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝড়ো বাতাসের পূর্বাভাসও দেয়া হয়েছে।

পড়ুন: ঢাকার বাতাস আজ কিছুটা সহনীয়, বায়ুদূষণের শীর্ষে দিল্লি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন