27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতিতে জনতার ঢল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই উদ্যানে সমবেত হতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষ।

কারও হাতে ফিলিস্তিনের পতাকা, কারও বা মাথায় বাঁধা প্রতিবাদী ব্যানার—সবাই একসঙ্গে চলেছেন গন্তব্যের দিকে।

সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনের গেট দিয়ে প্রবেশ করতে দেখা যায় মুসল্লীসহ সাধারণ মানুষকে। এক হাতে পতাকা, অন্য হাতে প্রতিবাদের চেতনায় ভরা প্ল্যাকার্ড—প্রতিটি মুখেই ক্ষোভ আর দৃঢ়তা।

গেটজুড়ে স্বেচ্ছাসেবক, সাজানো পতাকা ও প্রতিবাদী স্লোগান

মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতিতে জনতার ঢল

সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সুশৃঙ্খল রাখতে তৎপর ছিলেন সকাল থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশের এলাকায় দেখা যায়, স্থানীয় বিক্রেতারা দেশিয় পতাকার পাশাপাশি সাজিয়ে বসেছেন ফিলিস্তিনের পতাকা।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আসা শাহিনা আল মনসুর জানান, আমি একজন ব্যবসায়ী। ফিলিস্তিনে মুসলমানদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না। তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি।

দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষ এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অনেক অংশগ্রহণকারী।

দেখুন: ই/স/রা/য়ে/লে/র ৭ লাখ সৈন্য কেন ভ/য় পায় হা/মা/সে/র ৪০ হাজার সৈন্যকে? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন