অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর বাংলাদেশ সফর করবেন তিনি।
এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, এরপর সেখান থেকে বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
জানা গেছে, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন।