16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

রাষ্ট্র সংস্কারে সহায়তায় বিএনপির ৬ কমিটি

রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপিও তাদের মতামত ও সুপারিশ জাতির কাছে তুলে ধরবে। ছয়টি কমিশনের বিপরীতে ৬টি কমিটি করেছে দলটি।

অন্তর্বতী সরকার গঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কারের কথা বলে আসছে। তবে তাতে নারাজ ছিল বিএনপি। অনির্বাচিত এই সরকারের সেই ম্যান্ডেট নিয়ে বিতর্কও ছিলো।

১১ সেপ্টেম্বর সরকার প্রধান ড. ইউনুস জাতীর উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গঠনের কথা জানান। আসছে শনিবার বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর এগুলো কাজ শুরু করবে।

সম্প্রতি বিএনপি তাঁদের নীতিনির্ধারণী নিজেরাও সংস্কারের লক্ষ্যে ৬টি ছায়া কমিটি গঠন করেছে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, সংস্কার নিয়ে দলের কৌশল ঠিক করতে করতে কাজ করবে তারা। মতামত ও সুপারিশও দেবে তারা।

বিএনপি নেতারা বলছেন সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ করছেন। তাই রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি তাদের মতামত ও সুপারিশ জাতির সামনে তুলে ধরবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন