39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় জামায়াতের ব্যাপক শোডাউন

আওয়ামী লীগের দূর্গ বলে খ্যাত, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক শোডাউন করেছেন জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

দেশ স্বাধীনের পরে কোটালীপাড়া উপজেলায় জামায়াত ইসলাম তাদের রাজনৈতিক ক্ষমতা জানান দিতে এবারই প্রথম বড় ধরনের শোডাউন।

আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মটর সাইকেল ও প্রাইভেটকার নিয়ে শোভাযাত্রার মাধ্যমে তাদের শোডাউন শুরু করেন।

এই শোভাযাত্রা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের মাধ্যমে ১৪টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে উপজেলা চত্ত্বরে জনসমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া্ উপজেলা জামায়াত ইসলামীর আমীর গাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিতি জনসমাবেশে জেলা জামায়াতের আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, সেক্রেটারী জেনারেল আল মাসুদ খান, কোটালীপাড়ার নায়েবে আমীর মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারী জেনারেল মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, কোটালীপাড়া পৌর জামায়াতের সভাপতি মুনসুর আহমেদ, সাধরাণ সম্পাদক আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন।

সমাবেশে অধ্যাপক রেজাউল করিম বলেন, আমি আপনাদের সন্তান ও আপনাদের ভাই। আমাকে বাংলাদেশ জামায়াত ইসলাম গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনারাও আমার পাশে থাকবেন। আমরা আপনাদের দোয়া ও সমর্থনে আগামীতে আল কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই। আমরা এদেশে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে জেলা জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, গোপালগঞ্জ-৩ আসনে কোন দলমত নাই। এখানে আমরা সবাই কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী। সবাই ভাই ভাই। এটাই আমাদের পরিচয়। কোন চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানী করা যাবে না।

এদিকে গত ২২ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ সংসদীয় এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক রেজাউল করিমের নাম ঘোষণা করেন।

জামায়াত ইসলামীর পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণার পরে বিভিন্ন রাজণৈতিক দল ও সাধারণ ভোটারদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আগামী জাতীয় সংসদ নির্বচনে আওয়ামী লীগ না আসলে সেক্ষেত্রে এই আসনে চমক দেখাতে পারেন অধ্যাপক রেজাউল করিম।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ -৩ আসন থেকে টানা ৮ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি ৫ বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে ৮ বারের এই জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছেন তারা সকলেই তাদের জামানাত হারিয়েছেন। স্বাধীনতার পরে এই আসনে শেখ হাসিনার বিপক্ষে ১৯৯৬ সালে জামায়াত ইসলাম একবার প্রার্থী দিয়ে তাদের জামানাত হারিয়েছিলেন। তবে এবারে জামায়াতের শোডাউন এবং রাজনৈতিক কর্মকান্ড দেখে সাধারণ ভোটারদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

পড়ুন : গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন