১৯/০৭/২০২৫, ১:৫৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৫৫ পূর্বাহ্ণ

শৈলকূপায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার রাতে মোটরসাইকেলের বহর নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সহ দুর্বৃত্তরা শৈলকূপা পৌর এলাকার কবিরপুরে বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটুর বাড়িতে হামলা চালায়। মনিরুল ইসলাম হিটু কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সমর্থক। পরে মোটরসাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা একই উপজেলার হাকিমপু্র ইউনিয়নের খালকুলা গ্রামে ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর বাড়িতে হামলা চালায়।

এ সময় সিসি ক্যামেরা, বসতবাড়ির জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিএনপি নেতা মনিরুল ইসলাম হিটু অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের নেতৃত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন ভল্টার ছেলে যুবদল নেতা হাসান মাহমুদ পলাশ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু দলবল নিয়ে এ হামলা চালিয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

এ বিষয়ে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, এধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

পড়ুন: ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন