ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর যৌথ উদ্যোগে, ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর আওতায় মিরপুর ২-এ সফলভাবে সম্পন্ন হয়েছে একটি পথচারী নিরাপত্তা-ভিত্তিক পাইলট প্রকল্প।
গত ২০ এপ্রিল থেকে ৮ মে ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রকল্পটি বাস্তবায়িত হয় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও মিরপুর কলেজের সামনের জেব্রা ক্রসিং এলাকায়। ব্যস্ত সময়ে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল অনিরাপদ পথচারী পারাপার, অপর্যাপ্ত পারাপার পয়েন্ট, অবৈধ পার্কিং এবং জেব্রা ক্রসিংয়ে যানবাহন থামানোর মতো সমস্যাগুলো নিরসন। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ চলাচল নিশ্চিত করাও ছিল অন্যতম লক্ষ্য।
প্রকল্পের আওতায় নেওয়া উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
- সড়ক অবকাঠামো উন্নয়ন: জেব্রা ক্রসিং প্রশস্ত ও পুনরায় চিহ্নিত করা হয়; চালকদের সতর্ক করতে রাম্বল স্ট্রিপ, সাইনপোস্ট ও চিহ্ন ব্যবহার করা হয়।
- ট্রাফিক সিগন্যাল স্থাপন: পথচারীদের জন্য পুশ-বোতামযুক্ত পোর্টেবল ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়।
- ট্রাফিক ব্যবস্থাপনা: ডিএমপির ট্রাফিক পুলিশ ও ট্রাফিক সহায়তা গ্রুপের সদস্যরা পারাপারে সহায়তা করেন এবং নিয়ম প্রয়োগে সক্রিয় থাকেন।
- জনসচেতনতা বৃদ্ধি: লিফলেট বিতরণ, ব্যানার, সাইনবোর্ড এবং সরাসরি নির্দেশনার মাধ্যমে পথচারী ও চালকদের সচেতন করা হয়।
- শিক্ষামূলক কার্যক্রম: পার্শ্ববর্তী স্কুলের শিক্ষার্থীদের নিরাপদ পারাপার শেখাতে ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
- তথ্য ও মতামত সংগ্রহ: প্রকল্পের কার্যকারিতা মূল্যায়নে জরিপ পরিচালনা করা হয়।
জনসাধারণের ইতিবাচক সাড়া পাওয়া এই প্রকল্পের সফল বাস্তবায়নে অবদান রেখেছে স্থানীয় বাসিন্দা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ওবিএস চক্ষু হাসপাতাল এবং মিরপুর কলেজ কর্তৃপক্ষ।
প্রকল্পের ফলাফল পর্যালোচনার ভিত্তিতে, ডিএমপি ও ডিএনসিসি মিরপুর ২-এ স্থায়ী ট্রাফিক সিগন্যাল স্থাপন ও নিয়মিত কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে। একইসঙ্গে এই মডেলটি রাজধানীর অন্যান্য এলাকায় সম্প্রসারণে বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ-এর সঙ্গে সমন্বয় করা হবে।
উল্লেখ্য, ডিআরএসপি একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প, যা ডিএমপি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য রাজধানীর ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং ডিএমপির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস করা।
এনএ/