০৮/০৭/২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

সোনারগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

২৮ মে বুধবার দুপুরে উপজেলার কাঁচপুর পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় একটি পুকুরের পানিতে পরে দুই শিশুর মৃত্যু হয়।

নিহত হাবিবুর বেহাকৈর নয়াপাড়া এলাকার হানিফের ছেলে এবং জুনায়েদ একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

নিহত হাবিবুরের বাবা হানিফ জানান,দুপুর ১টার দিকে একটি বল নিয়ে বাড়ীর পাশেই শিশুরা খেলাধুলা করছিলো।প্রায় দেড়টার দিকে আমাদের পাশবর্তি বাড়ীর এক প্রতিবেশী মহিলা ওই মাঠের পাশের একটি পুকুরে দুই শিশুর লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর লাশ পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খান জানান,দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: সোনারগাঁওয়ে আ. লীগের কার্যালয় সহ ৫-৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেখুন: বাজারে এসেছে সোনারগাঁওয়ের কদমী লিচু

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন