34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০ অভিযোগ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯ থেকে ২০২৪ সাল) গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ এনেছে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর মায়ের ডাকের প্রতিনিধি আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ অভিযোগ দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদসহ র‍্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক ৬০ জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেন, মায়ের ডাকের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তাজুল ইসলাম তাদের বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, ‘আজকে ১০০ অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন বিভাগ থেকে আমাদের কাছে আরও অভিযোগ আসছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। ভুক্তভোগীর তথ্য, সাক্ষী এসব বিষয় দেখে পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে অভিযোগগুলো দাখিল করা হবে।’

এনএ/

দেখুন: গণ*হ*ত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন