22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

টিকিটে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা বিমান বাংলাদেশের

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আগামীকাল বিভিন্ন রুটের টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ সব রুটের যাত্রীরা শুক্রবার যেকোনো দিনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়া বিমান বাংলাদেশের আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিট কিনলেও মিলবে এ ছাড়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে এই মূল্যছাড় পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে।

এছাড়া, ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন