১৪/০৬/২০২৫, ১৪:২৫ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:২৫ অপরাহ্ণ

নতুন ধরনের চরিত্রে কাজ করতে চাই : চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী ছোট পর্দা থেকে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া, তিনি সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো এবং দুটি সমালোচক পুরস্কার লাভ করেছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই অভিনেতা জানান, নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান এবং এর জন্য তিনি অপেক্ষা করছেন।

চঞ্চল চৌধুরী বলেন, তার সব সিনেমার গল্প ও চরিত্র আলাদা, তাই তিনি আরও নতুন ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে চান।

তিনি বলেন, দর্শক যখন তার অভিনীত নতুন চরিত্র দেখবেন, তখন তারা বুঝতে পারবেন যে এটি তিনি আগে কখনো করেননি।

চঞ্চল আরও বলেন, তিনি গল্পের পুনরাবৃত্তি চান না এবং অভিনয়েও নতুনত্ব রাখতে চান, যাতে দর্শক তার প্রতিটি চরিত্রে এক নতুন চঞ্চল চৌধুরীকে দেখতে পান।

এনএ/

দেখুন: ইরানকে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া, বিপাকে ইসরাইল! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন