18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

‘নীরব এলাকা’-য় ক্রমাগত বাজছে হর্ন

সড়কের পাশের বোর্ডে ‘নীরব এলাকা’ লেখা থাকলেও ক্রমাগত হর্ন বাজানোর প্রবণতা একেবারেই দেখা যাচ্ছেনা রাজধানীর হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণার নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), পরিবেশ অধিদপ্তর, সড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতি। গত মঙ্গলবার (১ অক্টোবর) থেকে উল্লেখিত এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর হয়েছে।

তবে গত দু’দিনে ঐ এলাকায় কাউকে এ নিয়ম মানতে দেখা যায়নি। যে যার মতো প্রয়োজনে-অপ্রয়োজনে হর্ন বাজানোর বহুদিনের অভ্যাস এখনও ছাড়তে পারেননি। বাস-মোটরসাইকেল হর্ন বাজানোয় এগিয়ে। তবে কত মাত্রায় তারা হর্ন বাজাচ্ছেন তা নির্ণয় করা কিংবা তদারকি করার জন্য কর্তৃপক্ষের কাউকেও দেখা যায়নি। যানবাহনের হর্ন মাত্রাতিরিক্ত বাজানোর প্রবণতা অব্যাহত আছে।

এলাকাবাসীরা অভিযোগ করে নীরব এলাকা কর্মসূচি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত শব্দদূষণে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই কারণে-অকারণে হর্ন বাজিয়ে চলছেন চালকরা। তাই আইনের প্রয়োগ ছাড়া এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়।

অন্যদিকে যানবাহনের চালকদের দাবি, ঢাকা শহরের সড়কে হর্ন বাজানো ছাড়া যানবাহন চালানো সম্ভব নয়। কারণ, সড়কে পথচারীরা ট্রাফিক শৃঙ্খলা মানেন না। আবার সড়কের কোথাও জেব্রা ক্রসিং বা ট্রাফিক সিগন্যাল নেই। ফলে যত্রতত্র সড়ক পার হন পথচারীরা। এমন পরিস্থিতিতে হর্ন না দিলে দুর্ঘটনা আরও বাড়বে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন