26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মালা বিক্রেতা সেই ভাইরাল মোনালিসা এবার বলিউডে!

মহাকুম্ভে মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে এখন ‘ভাইরাল কন্যা’। নেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে সিনেমায় পা রাখছেন এই লাস্যময়ী সুন্দরী।

খবর রটে দক্ষিণী সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা। সেই গুঞ্জনের মধ্যে মোনালিসার বলিউড অভিষেকের খবর এল। সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন এই ভাইরাল তরুণী। সনোজ মিশ্র এর আগে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা পরিচালনা করেছিলেন। যদিও সিনেমাটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি।

পরিচালক তাঁর নিজের ইনস্টাগ্রাম আইডিতে মোনালিসার সঙ্গে ছবি শেয়ার করি এই খবর জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই সিনেমার শুটিং শুরু হবে। ভাইরাল কন্যাও যোগ দেবেন শুটিং ফ্লোরে। সিনেমাটির গল্পকারও সনোজ নিজেই।

মোনালিসা দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন—এর আগে এমন খবর পাওয়া যায়। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান। মোনালিসা স্কুলের গণ্ডিও কখনো ছোঁয়নি। বাড়িতে মা-বাবা। একমাত্র উপার্জনকারী তিনিই।

পড়ুন:একাকীত্ব মোচনে শিল্পকলায় বিরাশিয়ান নাট্যগোষ্ঠীর নাটক ‘সবুজসাথী আবাসন প্রকল্প’

দেখুন: বিয়ে না করে কেন একা জীবন কাটাচ্ছেন মোনালিসা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন